খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২ জন আহত হয়েছে ৷ বুধবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণপাড়ার পালপাড়া এলাকায় পাগলা কুকুরের কামড়ে তারা আহত হয়।
আহতরা হলেন, দক্ষিণপাড়ার মোল্লা লোকমান হোসেনের ছেলে তমজিদ মোল্লা (৩৮) এবং একই এলাকার মিল শ্রমিক মনা মিয়ার শিশু ছেলে রাজু (৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৫ টা থেকে সাড়ে ৫ টার মধ্যে দক্ষিণপাড়ার মোল্লা লোকমান হোসেনের পুত্র তমজিদ মোল্লা (৩৮) এবং মিল শ্রমিক মনা মিয়ার শিশু পুত্র রাজু (৫) কে একটি পাগলা কুকুর কামড় দিয়ে গুরুতর জখম করে ৷ শিশু রাজুকে চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে ও তমজিদ মোল্লাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। গত এক সপ্তাহে ২ টি ছাগল ও ১২ টি রাজহাঁসকেও কামড়িয়েছে এই পাগলা কুকুর।
স্থানীয় পল্লী চিকিৎসক ডাঃ ফরিদ হোসেন বলেন, পাগলা কুকুর কামড়ালে জলাতংক রোগ হতে পারে বিধায় অতিদ্রুত কুকুরটি নিধন করা প্রয়োজন।