সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় বিশ্ব মেডিটেশন দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় বিশ্ব মেডিটেশন দিবস পালিত

‘ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। বাংলাদেশে বিশ্ব মেডিটেশন দিবস পালনের মূল উদ্যোক্তা কোয়ান্টাম ফাউন্ডেশন এ দিবসের আয়োজন করে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৬টায় খুলনার ১০টি উন্মুক্ত স্থানে মেডিটেশনের আয়োজন করা হয় এবং বিকেলে খুলনা শিল্পকলা একাডেমি ভবনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সংক্ষিপ্ত আলোচনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, মনের সার্বজনীন ব্যায়ামকে ধ্যান বা মেডিটেশন বলা হয়। প্রতিদিনই যে কোনো বয়সের মানুষ এটি চর্চা করতে পারে। নিয়মিত অনুশীলন করলে মানুষের ভেতরের ইতিবাচক সত্তা জেগে ওঠে। মনের রাগ, ক্ষোভ, দুঃখ হতাশা, দুশ্চিন্তা, স্ট্রেস বা মানসিক চাপ দূর হয়। দৃষ্টিভঙ্গি নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় বদলে যায়। মন প্রশান্ত থাকলে, মনে মমতা জাগলে পারিবারিক, পেশাগত, সামাজিক সম্পর্কগুলোও সুন্দর হয়ে ওঠে। মানসিক চাপমুক্ত থাকা যায় বলে বাড়ে পেশাগত দক্ষতা। একজন মানুষ পেতে পারেন প্রশান্তি, সুস্বাস্থ্য ও সাফল্য। এসব প্রেক্ষাপট সামনে রেখে বাংলাদেশেও দিবসটি পালন করছে।
সকালে নগরীর হাদিস পার্ক, জাতিসংঘ পার্ক, নিরালা পার্ক, সোনাডাঙ্গা পার্ক, রূপসা সেতু গোল চত্বর, শহীদ আবু নাসের হাসপাতাল চত্বর, খালিশপুর প্রভাতী স্কুল, খুলনা বিশ^বিদ্যালয় ক্যাম্পাস, কয়েট ক্যাম্পাস, রূপসা বেলফুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মেডিটেশন অনুষ্ঠিত হয়।
বিকেলে খুলনা শিল্পকলা একাডেমি ভবনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সংক্ষিপ্ত আলোচনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুয়েটের পদার্থবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর ড. জী সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকদের প্রধান সেবক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ফাইন আর্ট স্কুলের সহকারী অধ্যাপক শেখ সাদী ভুইয়া, খুলনার প্রথম আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন বাবু, খুলনা পাবলিক কলেজের চারুকলা শিক্ষক সামসুল আলম ফারুক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার অর্গানিয়ার মোস্তফা আশরাফ সিদ্দিকী।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

অর্ণবের বাড়িতে শোকের মাতম, মা জানেন না সন্তানের হত্যাকাণ্ডের কথা

খুলনার ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম বহিস্কার

খুলনা সকল থানার ওসিকে অপসারণ চেয়ে বিএনপির ২৪ ঘন্টার আল্টিমেটাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।