সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় ৩০০ টাকার পেঁয়াজ এখন ১৬০ | চ্যানেল খুলনা

খুলনায় ৩০০ টাকার পেঁয়াজ এখন ১৬০

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দুই দিনের ব্যবধানে ৩০০ টাকার পেঁয়াজ এখন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বতি ফিরেছে।

তবে মঙ্গলবার (১৯ নভেম্বর) খুলনার বড় বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের বাজার ক্রেতা শূন্য হয়ে পড়েছে। পাইকারি ও খুচরা বাজারে ক্রেতা নেই বললেই চলে। দোকানে ও আড়তে পেঁয়াজও কম।

অনেকে বলছেন, ক্রেতার অভাবে মজুদ থাকা পেঁয়াজ কম দামেই বিক্রি করে দিচ্ছেন পাইকারী বিক্রেতারা। আবার বাজারে নতুন পেঁয়াজও উঠতে শুরু করেছে। নতুন পেঁয়াজ ভ্যানে করে খুচরা বিক্রেতারা নগরীর বিভিন্ন এলাকায় ১৬০ টাকায় বিক্রি করছেন।

শান্তিধামের মোড়ে ভ্যানে দেশি পেঁয়াজ বিক্রি করতে আসা আব্দুল্লাহ বলেন, পেঁয়াজের দাম কমতে শুরু করে দিয়েছে। দেশি নতুন পেঁয়াজ বাজারে উঠেছে। দাম ১৬০ টাকা। আগামীতে দাম আরও কমবে।

নাসরিন নামের এক ক্রেতা বলেন, দুই দিন আগে পেঁয়াজ কিনেছি ৩০০ টাকায় কেজি। আজ ১৬০ টাকায় নতুন পেঁয়াজ পেয়ে ভীষণ খুশি লাগছে।

বাজারে আসতে শুরু করেছে নতুন পেঁয়াজ, এদিকে চড়া দামের কারণে ঘরে ঘরে কমেছে ব্যবহার- এই দুইয়ে মিলে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী প্রবণতা ছেড়ে নামতে শুরু করেছে বলে জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা।

বড় বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দীক বলেন, নতুন পেঁয়াজ উঠার খবরে পুরাতন পেঁয়াজের দাম কমেছে। খুলনার পাইকারি বাজারে আগের দিনের তুলনায় পেঁয়াজের দাম কমেছে। দুই দিনের ব্যবধানে ৩০০ টাকার দেশি পেঁয়াজ দাম কমে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ টাকা থেকে ১৮০ টাকার মধ্যে।

এদিকে, পেঁয়াজ সহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হাতের নাগালে রাখতে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার (১৬ নভেম্বর) অভিযান চালানো হয়। এ অভিযান ও তদারকিতে পেঁয়াজের দামে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন সংশ্নিষ্টরা।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, পেঁয়াজসহ নিত্য পণ্যের বাজার নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো ব্যবসায়ী অযৌক্তিক দামে বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে নগরীর বড় বাজারের সোহেল ট্রেডার্সের মালিক তাহের পাটোয়ারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যা অসাধূ ব্যবসায়ীদের মধ্যে ভয় ডুকিয়ে দিয়েছে।

তিনি জানান, পেঁয়াজ সহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হাতের নাগালে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

আপনারা তো ভাবছেন ভিক্ষা করে টাকা-পয়সা নিয়ে আসি

ব্যাংকে ডলার সংকট কেটে গেছে : বাণিজ্য উপদেষ্টা

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৭৭২ কোটি টাকা

২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা

রূপালী ব্যাংকের এমডি ও সিইও হলেন ওয়াহিদুল ইসলাম

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও যাতায়াত স্বাভাবিক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।