চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনার খানজাহান আলী থানা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান পল্টুর যোগিপোলস্থ ৮নং ওয়ার্ডের বাড়ীতে বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে ডাকাতির ঘটনায় মুল অভিযুক্ত যোগিপোল ৭ নং ওয়ার্ডে র সুলতান সরদারের পুত্র রাজিব সরদার (২৪) মহেশ্বরপাশা পুরাতন মাইলপোষ্ট এলাকার জয়নাল আকনের পুত্র ইউসুফ আকন ( ৩৬) ও নড়াইল কালিয়ার জামরিলডাঙ্গা এলাকার বাসিন্দা বর্ত মানে ফুলবাড়ীগেট পুলিশ ফাড়ী সংলগ্ন আনিছ শেখের ভাড়াটিয়া মুরাদ শেখের পুত্র রুবেল শেখ ( ১৯) ও তার সহোদর রাসেল শেখ (২৩) কে আটক করেছে পুলিশ । কেএমপি উত্তর বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার উত্তর মোল্লা জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে , অতিরিক্ত পুলিশ কমিশনার সোনালি সেন, সহ কারি পুলিশ কমিশনার দৌলতপুর জোন বায়জিত ইবনে আকবার , খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম , মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বিধান চন্দ্র সানা ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে পল্টুর ও তার পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট হওয়ার মধ্যে নগদ ১৮ হাজার আটশত ৮০ টাকা , ১ ভরি ৩ আনা স্বর্ন লংকার ও ডাকাতির ঘটনায় ব্যাবহার কৃত দেশিয় অস্ত্র ১ টি রামদা , ১ টি চাকু ও ১ টি সেলাই রেঞ্জ উদ্ধার করেন ।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান পল্টুর যোগিপোল ৮নং ওয়ার্ডের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় মুখোশধারী ডাকাতরা ঘরের দরজা খোলা পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করে পল্টুর মেয়ে তিন্নি (১৪) এর গলায় রামদা ধরে পাশে পল্টুর ঘরের দরজা খুলতে বাধ্য করে। পল্টুর মেয়ের ডাক শুনে দরজা খুলে দিলে ডাকাতরা তাদেরকে কিছু বুঝে উঠার আগেই হাত বেধে ফেলে। ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে চাবি নিয়ে আলমেরীর মধ্যে থেকে সোনার আংটি, ব্রেসলেট, চেইন, হারসহ প্রায় ১৪/১৫ ভরী স্বার্ণালঙ্কার এবং অয়্যারড্রপের মধ্যে থাকা নগদ এক লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান এ ঘটনায় মামলা হয়েছে যার নং ০১ তাং ০৩-০৭-২০ । এ ছাড়া ডাকাতি হওয়া বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে এবং আটককৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে । উল্লেখ্য খুলনার খানজাহান আলী থানা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান পল্টুর যোগিপোলস্থ ৮নং ওয়ার্ডের বাড়ীতে বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে আজিজুর রহমান পল্টু সহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা , স্বর্নলংকার সহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এ চক্রটি । এদিকে সল্প সময়ের মধ্যে ঘটনার মুল হোতা সহ ৪ জনকে আটক ও ডাকাতির মালামাল উদ্ধার করায় প্রশাসনের সকলকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসি ।