সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
নগরীর নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা দিতে দুঃস্থদের পাশে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ | চ্যানেল খুলনা

নগরীর নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা দিতে দুঃস্থদের পাশে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ

ফকির শহিদুল ইসলাশঃ
করোনাভাইরাস সংক্রমণরোধে সারাদেশ ব্যাপী চলছে লকডাউন কর্মসূচি । আর এই লকডাউনে বিপাকে পড়ছেন নগরীর নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ । খুলনায় খেটে খাওয়া ও ঘরে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে তিনটায় কেডিএ’র প্রধান কার্যালয় প্রাঙ্গনে দুইশত হতদরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় খাদ্য সামগ্রীর এ ত্রাণ বিতরণ সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল মুকিম সরকার, (পিবিজিএম, এনডিসি, পিএসসিএ) । পাশাপাশি দুয়েকদিনের মধ্যে সংস্থায় কর্মরতদের বেতনের অর্থ দিয়ে আরো খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন কেডিএর প্রধান প্রকৌশলী (চ:দ:) কাজী মোঃ সাবিরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, বিভাগীয় প্রধান (হিসাব ও অর্থ) জিএম মাসুদুর রহমান, কেডিএ সচিব শাহানুর ইসলাম ও সহকারী সচিব এজাজুর রহমান প্রমুখ।
এ সময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ খুলনা বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধে নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার প্রথম পর্যায়ে দুইশত পরিবারের মাঝে চাল-ডাল, তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ কর্মসূচী অব্যাহত থাকবে। এ সময় তিনি আরো জানান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সামাজিক দায়বদ্ধতার কর্মসূচী হিসাবে বিগত দিনেও গরীব দু:খী মানুষের পাশে দাড়িয়েছে । আর এখন চলছে নভেল করোনা ভাইরাস রোধে দেশব্যাপী লকডাউন জাতীয় সংকট, সে কারনে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কেডিএ চেয়ারম্যান নিজেই সরেজমিনে নগরীর রুপসা ষ্ট্যান্ড, কেডিএ বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে জন সচেতনতায় কাজ করছে। পাশাপাশি বিভিন্ন স্থানে জীবাণুনাশক ষ্প্রে প্রয়োগ করা হচ্ছে।
কেডিএ চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ আব্দুল মুকিম সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ ডাক দিয়েছেন ।নিন্ম আয়ের মানুষদের পাশে থাকার প্রধানমন্ত্রীর আহবানে কেডিএ করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহন করছে । কর্মসূচির মধ্যে রয়েছে কেডিএ নিজস্ব স্থাপনা,বাস স্টান্ড,বাজার,মার্কেটে জীবানু প্রতিরোধক স্প্রে করা ও সাধারন মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধ মূলক সচেতন করতে প্রচারনা । পাশাপাশী সমাজের নিন্ম আয়ের মানুষদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা।তিনি আরো জানান,কেডিএ মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে যে তহবিল গঠন করা হয়েছে, সেখান থেকে কিছু অংশ নিয়ে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে কেডিএ কর্মকর্তা কর্মচারীরা নিজ বেতনের একাংশ নিয়ে একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছে । দুয়েকদিন এর মধ্যে সেই তহবিল থেকে আরো খাদ্য সহায়তা প্রদান করা হবে। তিনি জানান, ইতোমধ্যে কেডিএ’র নিজস্ব তিনটি মার্কেট ও বাস ষ্ট্যান্ডে সচেতনতায় নানান কার্যক্রম অব্যহতি রেখেছে। এসময় তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে চলমান লকডাউনে নিন্ম আয়ের মানুষরা রয়েছেন চরম সংকটে । নিন্ম আয়ের এই মানুষদের এ সংকট মূহুর্তে তাদের পাশে সমাজের ধণী ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।