অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা (আটাক) এর উপদেষ্টা ডা. শেখ মোঃ রেজোয়ান খুলনা ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে তার চেম্বারে আটাক এর পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মামুন রেজা, সাধারণ সম্পাদক এস এম ওয়াসিম মেহবুব, সহ-সভাপতি শেখ মামুন হোসেন ও নাজমুন নাহার রুনু, কোষাধ্যক্ষ শাকুর মাহমুদ শোভন, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর ইসলাম রকি ও মেরাজ হোসেন, কার্যনিবীহী সদস্য আবদুল বাকী।