জেলা বিএনপি’র ইফতার পরবর্তীতে খুলনা ক্লাবের সামনে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় যুবদলের পাঁচজন নেতা গুরুতর জখমের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন খুলনা বিএনপি।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রদত্ত যৌথ বিবৃতিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, শান্তিপ্রিয় রাজনৈতিক দল বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টির সাথে জড়িতদের খুঁজে বের করা হবে। দলের কেউ সম্পৃক্ত থাকার প্রমান মিললে তার বা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। একই সাথে আহত নেতাকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও দ্রুত সুস্থতা কামনা করেছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।