সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনা জেলায় ডিক্লারেশনপ্রাপ্ত পত্রিকা ৬২টি | চ্যানেল খুলনা

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনার জেলা প্রশাসক

খুলনা জেলায় ডিক্লারেশনপ্রাপ্ত পত্রিকা ৬২টি

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা জেলায় ডিক্লারেশনপ্রাপ্ত পত্রিকার সংখ্যা ৬২। এর মধ্যে দৈনিক পত্রিকার সংখ্যা ২৩টি, সাপ্তাহিক ২৫টি, পাক্ষিক চারটি, মাসিক নয়টি ও ত্রৈমাসিক একটি।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) খুলনার স্থানীয় পত্রিকার প্রকাশক, সম্পাদক ও জাতীয় পত্রিকার ব্যুরো প্রধানসহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে খুলনার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হেলাল হোসেনের এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় আরও জানানো হয়, এখানে অনিয়মিতভাবেও অনেক পত্রিকা প্রকাশিত হয়। অপেশাদার মনোভাবসম্পন্ন এসব অনিয়মিত পত্রিকা অনেক সময় বিব্রতকর ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস চালায়।

এসময় দেশ ও সমাজের কল্যাণে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে সাংবাদিক সমাজকে সচেতন থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে খুলনায় গৃহীত কার্যক্রমও তুলে ধরেন তিনি।

জেলা প্রশাসক আরও জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করেই খুলনায় চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু করা হয়েছে।

এছাড়া খুলনায় ময়ূর ও ভৈরব নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় চলমান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় খুলনার স্থানীয় সরকারের উপপরিচালক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদকমণ্ডলীর সভাপতি বেগম ফেরদৌসী আলী, দৈনিক অনির্বাণের সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সাহেব আলীসহ স্থানীয় পত্রিকার প্রকাশক, সম্পাদক এবং জাতীয় পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা থেকে রূপসা ও কপোতাক্ষ ট্রেনের যাত্রা বাতিল

হাসিব হত্যা মামলায় ২১ জ‌নের যাবজ্জীবন

খুলনায় এক লাখ চার হাজার ৭১ কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে

মহানগরে চোরাই মোটর সাইকেলসহ একজন গ্রেপ্তার

এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই আবহাওয়ায় বেড়ে উঠেছে : আজিজুল বারী হেলাল

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।