চ্যানেল খুলনা ডেস্কঃ কোন অবস্থাতেই কৃষিজমি ব্যবহার করে কোন উন্নয়ন প্রকল্প গ্রহণ না করার সিন্ধান্ত নিয়েছে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটি। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় রবিবার এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, কৃষি জমিতে কোন কারণে যদি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে মন্ত্রিপরিষদের অনুমতি সাপেক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে জমির খাত পরিবর্তন করতে হবে। এ সময় তিনি আগামী চার মাসের মধ্যে খুলনার সকল উপজেলার ভূমি ব্যবহারের মাস্টারপ্লান প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভায় সভাপতি উপস্থিত সকল কর্মকর্তাকে টেকসই ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং গতানুগতিক কাজের বাইরে এসে জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণের অনুরোধ করেন। সভায় সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, সকল উপজেলা পরিষেদের চেয়ারম্যানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।