বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে সেহেরীর খাবার বিতরণ করা হয়। ২০ এপ্রিল ২০২১ইং মঙ্গলবার রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত নগরীর রেল স্টেশন, লঞ্চঘাট, বাস টার্মিনাল সহ বিভিন্ন স্থানে গরীব-অসহায় ও ছিন্নমূল দের মাঝে খুলনা জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পলাশ রায় এর উদ্যোগে সেহেরীর খাবার বিতরণ করা হয়ে থাকে। এসময় তিনি গভীর শ্রদ্ধারসাথে স্মরণ করেন ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ এর ১৫ই আগস্ট নিহত সকল শহীদের বিদেহী আত্মার চীর শান্তি কামনায় সকলের নিকট দোয়া আশীর্বাদ/প্রার্থনা কামনা করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জনো নেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন। সেহেরী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাপন রায়, সহ-সভাপতি প্রতাপ ঘোষ, সহ-সভাপতি লিওন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক দীপ্ত দাস, উপ-আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ কর্মী বেঞ্জামিন দীপ মন্ডল, শেখ আল-আমিন, মোঃ মেহেদী হাসান, কাজি ফাহিম জাবির স্বপ্নীল , মোহাম্মদ স্বাধীন, মোহাম্মদ মিতুল, জয় মজুমদার ,গোপাল সরদার, মোঃ ইসরাফিল হোসেন প্রমুখ।