খুলনায় ডেন্টিস্টদের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর একটি হোটেলে খুলনা ডেন্টাল স্ট্যাডি ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টান সঞ্চালনা করেন ডা এস ইউ আহমেদ শাওন। সাইন্টিফিক সেশন পরিচালনা করেন ডা শেখ মুসাভভির আলম সৌরভ।
সেমিনারে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের রেজিষ্টার ডা দিপায়ন বিশ্বাস দিপু । এছাড়া বক্তব্য রাখেন ডা পিয়াস দাস। সেমিনারে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অব ফেসিয়াল ট্রমা নিয়ে আলোচনা করা হয়। সেমিনার শেষে প্রধান বক্তা ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের রেজিষ্টার ডা দিপায়ন বিশ্বাস দিপুকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।