সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা নগর আ’লীগের দপ্তর সম্পাদক সোহাগ একদিনের রিমান্ডে | চ্যানেল খুলনা

খুলনা নগর আ’লীগের দপ্তর সম্পাদক সোহাগ একদিনের রিমান্ডে

খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) খুলনার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আনিছুর রহমান তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে খুলনা নগর গোয়েন্দা পুলিশের এস আই বিধান চন্দ্র রায় বলেন, নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুব আলম সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন করলে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, সেখ রফিকুজ্জামানের ছেলে শেখ রাফসান জানী খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি আযমখান কমার্স কলেজের সমন্বয়ক ছিলেন। ২০২৪ সালের ২৭ জুলাই শিববাড়ি মোড় সৌন্দর্যবর্ধনকারী দুর্জয় স্থাপনার ওপর ‘স্টেপ ডাউন হাসিনা’ লেখা ব্যানার লাগিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বৈরাচারী ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটানোর দৃঢ় প্রত্যয় ঘোষণা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ৩০ জুলাই পুলিশের মাধ্যমে তাকে সার্কিট হাউজে ডেকে নেয় স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ। ওইদিন রাতে তাকে আন্দোলন থেকে সরে আসার জন্য আওয়ামী নেতৃবৃন্দ হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। হুমকির মুখে রাত সাড়ে ১২ টার দিকে ছাত্ররা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হয়।

গত ৪ আগস্ট বিকেল ৩ টার দিকে জানীসহ ছাত্রদের একটি মিছিল রূপসা ঘাট থেকে নতুন বাজার হয়ে শিববাড়ি মোড়ে যাওয়ার পথে ফাতেমা স্কুলের সামনে পৌছালে অস্ত্রধারী মো: রফিক ওরফে কসাই রফিক ও সুমন ওরফে ভিপি সুমনসহ অজ্ঞাত আরও ১৫/২০ জন শর্টগান, বন্দুক, রামদা, হকিস্টিক, লোহার রড ও দেশিয় অস্ত্র নিয়ে মিছিলের ওপর অতর্কিত হামলা ও গুলি চালায়। অস্ত্রধারীরা পরপর দু’টি গুলি করলে জানীর বুকের ডানপাশে ও ডানহাতে বিদ্ধ হয়। উদ্ধার করে চিকিৎসার জন্য সহকার্মীরা জানিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশের ভয়ে পরিবারের সদস্যরা গোপনস্থানে নিয়ে চিকিৎসা করায়। পরবর্তীতে সরকারের পতন হলে ২৯ আগস্ট এ ঘটনায় জানীর পিতা রফিকুজ্জামান বাদী হয়ে খুলনা থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ১৮।

মামলার তদন্ত কর্মকর্তা বিধান চন্দ্র রায় আরও বলেন, এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হলেও পরবর্তীতে নগর আওয়ামী লীগ নেতা মাহাবুব আলম সোহাগকে এ মামলায় সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য ২৯ ডিসেম্বর রাতে মাহাবুব আলম সোহাগকে নগরীর শান্তিধাম মোড় এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ইঞ্জিনিয়ারদের নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষ হওয়ার পাশাপশি সৎ মানুষ হতে হবে: মাহফুজুর রহমান

তেরখাদায় মুসলিম যুবতিকে ধর্ষণের অভিযোগে হিন্দু যুবক গ্রেফতার

চিরদিনের জন্য ফ্যাসিবাদ বিলোপ হোক সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

১০ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

কুয়েটে নির্মাণাধীন বিল্ডিংয়ের থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কেসিসির ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালিদ গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।