দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও বেশি শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কমিটি গঠনের অংশ হিসাবে খুলনা পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছাত্রদল পলিটেকনিক ইউনিট শাখার উদ্যোগে সদস্য ফরম বিতরণ করা হয়।
পলিটেকনিক ছাত্রদলের আহবায়ক অমিত মল্লিকের সভাপতিত্বে ও সদস্য সচিব হানিফ আকাশের সঞ্চালনায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খুলনা পলিটেকনি কলেজের সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার শাহিন উদ্দিন, শেখ হায়দার আলী, ইঞ্জিনিয়ার শেখ তানভির হাসান, ইঞ্জিনিয়ার সুজন তালুকদার, মো. আরাফাত মাতুব্বর প্রমুখ।