সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনা-মংলা মহাসড়কের উপর থেকে উচ্ছেদ হচ্ছে বাজার | চ্যানেল খুলনা

খুলনা-মংলা মহাসড়কের উপর থেকে উচ্ছেদ হচ্ছে বাজার

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারটি দক্ষিণাঞ্চলের একটি বড় ব্যবসায়ী মোকাম। কাচামাল, দুধ, নারকেল ও কাঠের জন্য বাজারের সুনাম অনেক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা পণ্য ক্র‍য় বিক্র‍য়ের জন্য আসে। কিন্তু উপরোক্ত ৪ টি বাজারই মহাসড়কের উপর বা মহাসড়কের পাশে বসে।

পাইকারী কাচামালের বাজারটি মহাসড়কের উপর বসে। খুলনা-মংলা মহাসড়কের ব্যস্ততম সড়কের উপর হাট বসায় লোকজন ও বাস গাড়ি চলাচল ঝুকিপুর্ণ হয়ে পড়ে। অনেক সময় দুর্ঘটনাও ঘটে। গত ১৪ জানুয়ারী কাচামালের বাজারে ভ্যান থেকে পণ্য নামানোর সময় খুলনাগামী একটি বাসের ধাক্কায় কৃষক, ভ্যানচালক সহ ২জন আহত হয় এবং একজন ঘটনাস্থলেই নিহত হয়।

এ ধরণের দুর্ঘটণা এড়াতে বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম মহাসড়ক থেকে হাট বাজার অপসরণের উদ্যোগ নেন। বৃহস্পতিবার সকালে তিনি এ বিষয়ে চুলকাটি বাজারে এসে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু ও বাজার কমিটির নেত্তৃবৃন্দের সাথে মতবিনিময় করে মহাসড়ক থেকে হাট বাজার অপসারণের সিদ্ধান্ত নেন।

বাজার কমিটির নেতৃবৃন্দ ইউএনও’র বরাত দিয়ে জানান, মহাসড়কের উপর থেকে বাজার তুলে বাজারের মধ্যে বসানোর বিষয়ে বাজার কমিটিকে বলা হয়েছে। খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন জানান,কাচামাল ও দুধের বাজার মহাসড়ক থেকে উঠিয়ে প্রেস ক্লাবের সামনে বসাতে পারলে সব দিক থেকে ভাল হতো। প্রেস ক্লাবের সামনের জায়গা অবমুক্ত করতে পারলে বাজার বসানোর মতো পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে। তাছাড়া মহাসড়ক পাশে থাকায় যোগাযোগ ব্যবস্থাও ভাল হবে। আগামী রবিবার ইউএনওকে সরেজমিনে পরিদর্শন করানোর পর চুড়ান্ত সিদ্ধান্তে পৌছানো যাবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

নাগরিক জীবনের দূর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও সুপরিকল্পিত দীর্ঘসূত্রিতা দায়ি : তুহিন

ডুমুরিয়ায় ফার্টিলাইজার রিটেইলারদের ট্রেনিং

দাকোপে জোর পূর্বক ধান কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দাকোপে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

খুলনার শিববাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান

দাকোপে সরকারি জায়গায় পাকা স্থাপনা গড়ে উঠলেও প্রশাসন নীরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।