সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা মহানগরের শান্তি নগরে দেওয়ালে দেওয়ালে রেড মার্ক, জানে না কেডিএ | চ্যানেল খুলনা

খুলনা মহানগরের শান্তি নগরে দেওয়ালে দেওয়ালে রেড মার্ক, জানে না কেডিএ

মহানগরের খুলনার ছোট বয়রা শান্তি নগরের মসজিদ রোডে দেওয়ালে দেওয়ালে রেড মার্ক দেওয়া হয়েছে ভেঙ্গে ফেলার জন্য। কারণ রাস্তা ১২ ফুট করতে হবে। ওই সড়কের দু’পাশে এমন রেড মার্ক দিয়ে ভাঙ্গা হচ্ছে। যারা ভাঙছেনা, তাদের মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি একজন ভুক্তভোগি কেডিএ (খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন।

ইসমাত আরা নামে একজন বাড়ির মালিক গত ২৬ ডিসেম্বর কেডিএ চেয়ারম্যান বরাবর অভিযোগ করে বলেন, তিনি বর্তমানে ঢাকাতে বসবাস করেন। ছোট বয়রা শান্তি নগর এলাকায় তার বাড়ি রয়েছে। কে বা কারা তার বাড়ির সীমনায় ২ফুট ৩ ইঞ্চি লাল রং দিয়ে মার্ক করে গেছেন ভাঙার জন্য। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন ওই এলাকার বাসিন্দা জনৈক বিল্লাল হোসেন এটি করেছেন। তবে বিল্লাল হোসেনের মোবাইলের ফোনে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি। এছাড়া কেডিএ’র সংশ্লিষ্ট শাখায় খোঁজ নিয়ে জানা গেছে তাদের তরফ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ইসমাত আরা এ প্রতিবেদককে বলেন, কখনও কেডিএ’র ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দেওয়াল ভাঙার জন্য বলা হচ্ছে। আবার অজ্ঞাত ফোন থেকে দেওয়াল ভাঙার জন্য বলা হচ্ছে। তবে কেডিএ’র সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বিষয়টি জানেন না। ইসমাত আরা জানান, আমার বাড়িটি এখন সেমি পাকা। পরবর্তীতে ভবন করার জন্য আমাকে কেডিএ’র অনুমোদন নিতে হবে। তখন নিয়ম অনুযায়ী আমাকে কিছু স্থান ছেড়ে দিতে হবে। আমি তখন ছেড়ে দিবো। কিন্তু স্থানীয় কিছু লোক তার আগেই আমার সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার জন্য এধরনের ষড়যন্ত্র করছে।

এলাকায় ঘুরে দেখা যায়, সড়কটি প্রশস্ত করার জন্য দু’পাশে এমন রেড মার্ক রয়েছে। কয়েকজন জানান, রাস্তা বড় করার জন্য এটি করা হচ্ছে। কেডিএ কর্তৃক নির্দেশনা কি না, তা জানতে চাইলে তারা বলেন, আমরা এলাকাবাসী নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছি। তবে ফোন করে ইসমাত আরাকে হুমকি দেওয়ার ব্যাপারে তারা কিছু জানেন না বলে জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

খুবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা

আসুন গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করবার চেষ্টা করি- মঞ্জু

খুলনায় প্রকাশ্যে জুয়ার টিকিট বিক্রি, আটক ১৬

কয়রায় ৩৪ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতির ইন্তেকালে খুলনা বিএনপির শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।