সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা মহানগর যুবদলে কোন মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ ও চাঁদাবাজের জায়গা হবে না | চ্যানেল খুলনা

খুলনা মহানগর যুবদলে কোন মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ ও চাঁদাবাজের জায়গা হবে না

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন দেশে প্রতিটি সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অগ্রনী ও সাহসি ভূমিকা রেখেছে। পতিত হাসিনা সরকারকে বিদায় করতে রাজপথে যুবদল যে সাহসী ভূমিকা রেখেছে তা দেশের মানুষ মনে রাখবে। তিনি বলেন খুলনা মহানগর যুবদল হবে সু-সংগঠিত ও সু-শৃঙ্খল সংগঠন। কোন মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ ও চাঁদাবাজের জায়গা হবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর যুবদলের নতুন আহবায়ক কমিটি দেয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা এই সংগঠন, নেতৃত্বের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কাজ করেছে। আর এখন বাংলাদেশের তরুণ সমাজের আস্থা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র রক্ষা, গণমানুষের উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছে।

নবগঠিত যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, যুবদল, তরুণদের শক্তি এবং তাদের আকাক্সক্ষার প্রতিনিধিত্ব করে। যুবদলের প্রতিষ্ঠা আমাদের দেখিয়েছে, কিভাবে একটি প্রজন্ম ইতিহাস রচনা করতে পারে। আজও যখন আমরা যুবদলের কথা স্মরণ করি, তখন সেই তীব্র আবেগ, সেই দেশপ্রেম ও দায়িত্বশীলতার চেতনা আমাদের মনে জেগে ওঠে। বাংলাদেশের ইতিহাসে যুবদল একটি চিরন্তন প্রেরণার উৎস, যা আজও আমাদের সামনে নতুন উদ্যমে দাঁড়িয়ে থাকার সাহস যোগায়। তুহিন বলেন, সুমন-রুবেলের নেতৃত্বে খুলনা মহানগর যুবদল হবে পরিচ্ছন্ন সংগঠন। যেখানে কোন মাদক ব্যবসায়ী, চাদাঁবাজ ও টেন্ডারবাজদের জায়গা হবে না। তুহিন আরো বলেন, বিগত জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থান ছিল বিএনপির ১৬বছরের আন্দোলনের এক গৌরবময় অধ্যায়, যা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনারই ফসল।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দায়বদ্ধ এবং দেশের প্রয়োজনে যখনই ডাক পড়বে, তখনই আবারও ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত থাকতে হবে। নবগঠিত মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। মিছিল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়া যুবদল।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলোকে ব্যবসায়িক উদ্যোগে পরিণত করতে হবে : উপ-উপাচার্য

নগরের বাতাসের সঙ্গে সবসময় ধূলাবালি উড়ছে : জনউদ্যোগ

মহানগর বিএনপির কাউন্সিল ২৪ ফেব্রুয়ারি : ১২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

খুবিতে ২০ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব শুরু

যারাই জামায়াত নির্মূল করার ষড়যন্ত্র করেছে তারাই ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে

৩১ নং ওয়ার্ড বিএনপি নেতা জালু মিয়ার মৃত্যুতে শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।