সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা মেডিকেল কলেজ ল্যাবে আরও দু’জনের করোনা শনাক্ত | চ্যানেল খুলনা

হাসপাতালে উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ ল্যাবে আরও দু’জনের করোনা শনাক্ত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে নমুনা পরীক্ষায় দু’জনের শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার দিঘলিয়ার একজন, অপরজন বাগেরহাটের কচুয়া এলাকার বাসিন্দা। গতকাল রবিবার ১৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খুলনার ৬৯ টি নমুনা ও বাগেরহাট ও সাতক্ষীরার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার দিঘলিয়ার সেনহাটি এলাকার ঠিকানায় পলি খাতুন (৩১) এবং বাগেরহাটের কচুয়া এলাকার বাসিন্দা রাণী বেগম (২৬)। এ নিয়ে খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ৩০ জন করোনা রোগী সনাক্ত হলো।
খোঁজ নিয়ে জানা যায় পলি খাতুন (৩১)। স্বামী মতিনকে নিয়ে গতকাল ভোরে পিকআপ যোগে খুলনার দিঘলিয়া সেনহাটি ৬ নম্বর ওয়ার্ডে এক বাড়িতে এসেছিলেন। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে বেলা ১১টার দিকে আবারও ঢাকায় চলে যান। তবে পলির এক আত্মীয় নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছে পলি কয়েকদিন ঢাকায় পরীক্ষা করাতে ব্যর্থ হয়ে খুলনায় এসে পরীক্ষা করিয়ে আবার ঢাকায় চলে গেছেন। পলির বাড়ি ঢাকার কামরাঙ্গীচরে। একটি চুড়ি তৈরির কারখানায় কাজ করেন পলি খাতুন।
পলির সাথে ঢাকা থেকে একই সাথে তার আত্মীয় তানিয়া (২৬) নামে আরও একজন এসেছেন, যদিও তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
সেনহাটি ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর মিন্টুর নেতৃত্বে তানিয়ার বাড়িতে তালা মেরে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে।
এদিকে বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ মোঃ হুমায়ূন কবীর বলেন বাগেরহাটের কচুয়া উপজেলা সংলগ্ন এলাকায় রানী বেগম (২৬) গত শুক্রবার ঢাকা থেকে আসেন। সাথে সাথে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। গতকাল (শনিবার) তার নমুনা খুলনা মেডিকেল এ পাঠানো হলে আজ (রবিবার) পজেটিভ আসে। রানী বেগম চট্টগ্রামে একটি গার্মেন্টস এ চাকুরি করেন। সেখান থেকে ঢাকা হয়ে তিনি বাগেরহাটে আসেন।
মৃত্যু : খুলনায় করোনার উপসর্গ নিয়ে খাদিজা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা গেছেন।
ওই ওয়ার্ডের ফোকাল পারসন ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, কিডনি, ডায়বেটিসসহ নানা সমস্যা নিয়ে শনিবার) রাত ৯টার দিকে ভর্তি করা হয় খাদিজাকে। রবিবার ভোরে তিনি মারা যান। তার বাড়ি মহানগরীর টুটপাড়া এলাকায়। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।