সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনা স্বাধীন ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনা স্বাধীন ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উদ্বোধন

সোমবার খুলনায় ১৮,বাগমারা আল – আমিন সড়ক খুলনা স্বাধীন ফাউন্ডেশন এর উদ্যোগে প্রথমবারের মতো ফ্রি ব্লাড গ্রুপিং এর আয়োজন করেন। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সমাজ সেবামূলক সংগঠন।

এই সংগঠনটি মোট দশটি লক্ষ্য নিয়ে কাজ করছেন । বাগমারা প্রাইমারি স্কুলের পাশে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ৩৩৮জনকে গ্রুপিং করা হয়েছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নূর আলি শিকদার। এবং ব্লাড গ্রুপের দায়িত্বে ছিলেন খান শাওয়াল আহমেদ সৈকত (এম.বি.বি.এস ফাইনাল ইয়ার) ও সাদিয়া সাবরিন লিজা (এম. বি.বি.এস. ফাইনাল ইয়ার)।

প্রধান অতিথি চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রথমে ব্লাড গ্রুপিং এর প্রয়োজনীয়তা সম্পর্কে মুল্যবান বক্তব্য রাখেন ও উপস্থিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দিয়ে ছোট্ট সোনামণি “হুজাইফা”কে দিয়ে প্রথম ব্লাড গ্রুপিং এর কার্যক্রম শুরু হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, খুলনা স্বাধীন ফাউন্ডেশনের সভাপতি মাসুদুর রহমান সোহাগ,খুলনা স্বাধীন ফাউন্ডেশনের নিঃস্বার্থের রক্তদান কমিটির আহ্বায়ক রূপা আক্তার তিথি,সহ-সভাপতি সাদিয়া হাওলাদার, সাধারণ সম্পাদক সুলতানা আক্তার,সাংগঠনিক সম্পাদক সুমাইয়া, প্রচার সম্পাদক মোঃ আবুল খায়ের, দপ্তর সম্পাদক সুমাইয়া সাফা, ধর্ম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান,আল -আমিন, সাবিয়া বিনতে বর্ষা, মোহাম্মদ নাজিম। হোসাইন খান, সুলতানা ও মেহেদী তরফদার, মোহাম্মদ মারুফ শিকদার, মাইশা হুমাইয়ারা, এবং সংগঠনের সকল সদস্য বৃন্দ। আয়োজনটির সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন এইচ এম আর রাসেল হাসান (সদস্য, পুরোটা আয়োজন এর পাশে ছিলেন বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির সহ-সমন্বয়ক মোঃ রহমত, মোহাম্মদ আল শাহাব, দীপ্তাক্ষী চক্রবর্তী দিতি, মোঃ সাইফুল ইসলাম।

সংগঠনটি প্রতিষ্ঠা কাল থেকে এ পর্যন্ত এ অল্প সময়ে সমাজসেবামূলক কাজ করে মানুষের প্রশংসা কুড়িয়েছে।

খুলনা স্বাধীন ফাউন্ডেশনের এ পর্যন্ত করা কাজের মধ্যে উল্লেখযোগ্য – বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণ, অসহায় ও হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাবার বিতরণ, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ ও শিক্ষাদান বৃক্ষরোপণ, ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ, অসহায় মানুষদের চিকিৎসার জন্য সহায়তা প্রদান, হতদরিদ্র মানুষকে স্বাবলম্বী করার লক্ষে ব্যবসার উপকরণ প্রদান ইত্যাদি। সমাজসেবা মূলক কাজের প্রতি আগ্রহী ব্যক্তিবর্গের সহযোগিতা পেলে এ সংগঠনটি ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে এমনই মনে করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুদুর রহমান সোহাগ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

আমরা চাই না সরকার ব্যর্থ হোক: শামীম

জুলাই-২৪ গণঅভ্যুত্থান পরবর্তী খুবিতে যথাসময়ে শুরু টার্ম ফাইনাল পরীক্ষা

খুবির ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শেখ সাদী ভূঁঞার ইন্তেকাল

নাগরিক ঐক্যের খুলনা নগর কমিটির অনুমোদন

খুলনা বিভাগে তিন থানায় প্রতিনিধি কমিটি দিলো জাতীয় নাগরিক কমিটি

আন্তর্জাতিক পার্টনারশিপ বৃদ্ধিকরণের লক্ষ্যে খুবির অনন্য উদ্যোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।