বুধবার (৩০ নভেম্বর) রাত ১১ টায় খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, খুলনার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা সাখাওয়াত হোসাইন সাহেবের শয্যাপাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।
তার অসুস্থতার খবর শুনে হাসপাতালে খোঁজখবর নিতে উপস্থিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা শায়খূল ইসলাম বিন হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন।
নেতৃবৃন্দ তার শয্যা পাশে কিছুক্ষণ অতিবাহিত করেন, শারীরিক খোঁজখবর নেন এবং সুস্থতার জন্য দোয়া করেন