রিয়াদ হোসেন:: উৎসবের আমেজ মিলনায়তন জুড়ে। রক্তযোদ্ধা নামে পরিচিত বিভিন্ন বয়সের তরুণ-তরুণীর পদচারণায় মুখরিত পুরো অনুষ্ঠান। মানুষের জীবন বাঁচাতে রাতদিন উপেক্ষিত যেসব যোদ্ধাদের কাছে আজ তাদের মিলন মেলা। তাদের প্রাণের সংগঠন খেশরা ব্লাড ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি।
‘তুচ্ছ নয় রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ’ স্লোগানে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় তালা উপজেলার খেশরা ইউনিয়নের সর্ববৃহৎ মানবিক সংগঠন খেশরা ব্লাড ফাউন্ডেশন। আজ সংগঠনটির ১ম বর্ষপূর্তি উৎযাপিত হয়েছে।
রবিবার (২২ আগষ্ট) শালিখা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে খেশরা ব্লাড ফাউন্ডেশনের পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদের সভাপতিত্বে এবং সহ-পরিচালক রিয়াদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, আব্দুল গনি গাজী, প্রভাষক এস আর আওয়াল, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মো. আকরাম হোসেন, ফ্রেডস ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালমান আব্রাহাম, ছাত্রলীগ নেতা শেখ নাহিয়ান নিপু, তহিদুজ্জামান তৌহিদ, খেশরা ব্লাড ফাউন্ডেশনের সহ-পরিচালকবৃন্দ, সদস্যবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের সমাজসেবকরা।
সহ-পরিচাল শেখ সাব্বির রহমান বলেন, আমরা সবসময় চেষ্টা করি অসহায় হতদরিদ্র মানুষের রক্তের প্রয়োজনে পাশে দাঁড়াতে। রাত দিন যেকোন সময় আমরা অসুস্থ রোগীদের প্রয়োজনে পাশে দাঁড়ায়। আমাদের এ ধারা অব্যহত থাকবে।
অনুষ্ঠানে খেশরা ব্লাড ফাউন্ডেশনের পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদ বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অসহায় মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে নিজেরা রক্তদানের পাশাপাশি অন্যকে রক্তদানে উৎসাহিত করা। এছাড়া দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাওয়াসহ বিশেষ করে অসহায় মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে রক্ত ম্যানেজ করে দেওয়া, রক্তদানের সচেতনতা বৃদ্ধি, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, থ্যালাসেমিয়া, লিকুমিয়াসহ বিভিন্ন রক্ত সংক্রান্ত রোগ প্রতিরোধ বিষয়ক কর্মসূচি পালন করা।
সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন বলেন, হাঁটি হাঁটি পা পা করে ইউনিয়নে আজ একটি বছর ধরে সংগঠনটি গড়ে উঠেছে। মুমূর্ষু রোগীদের বাঁচাতে এগিয়ে আসে এই সংগঠনটি। তারা যেন আগামী দিন সুন্দর করে সংগঠনটি পরিচালনা করতে পারে সে জন্য আমরা সকলে তাদের পাশে আছি।
প্রধান অতিথি প্রভাষক রাজিব হোসেন রাজু বলেন, যুব সমাজকে নিয়ে যখন চারপাশে উদ্বেগ আর উৎকন্ঠা, এই সময়ে এক ঝাঁক তরুণ আমাদের ইউনিয়নের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মানুষের জীবন বাঁচাতে তারা বিনামূল্যে রক্তের যোগান দিয়ে চলেছে। আমরা আশাবাদী ভবিষ্যতে এই তরুণরাই এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেন, খেশরা ব্লাড ফাউন্ডেশন এই ইউনিয়নের সর্ববৃহৎ মানবিক সংগঠন। তারা এই অল্প দিনে ইউনিয়নবাসীর কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যেকোন প্রয়োজনে তারা অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে। এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ।