সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
গরুর চামড়ার দাম ৪৫-৫০, ছাগল-ভেড়ার ১৩-১৫ টাকা | চ্যানেল খুলনা

গরুর চামড়ার দাম ৪৫-৫০, ছাগল-ভেড়ার ১৩-১৫ টাকা

চ্যানেল খুলনা ডেস্কঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকায় লবনযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৪৫-৫০ টাকােএবং ছাগল, ভেড়ার চামড়ার দাম ১৮-২০ টাকা নির্ধারণ করেছে ।

এছাড়া ঢাকার বাইরে লবনযুক্ত গরুর চামড়া ৩৫-৪০ টাকা, ছাগল-ভেড়ার চামড়ার দাম ১৩-১৫ টাকা। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চামড়ার এ দাম ঘোষণা করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোরবানির চামড়া নিয়ে যাতে কোনো কারসাজি বা সিন্ডিকেট না হয়, সে জন্য আইন শৃঙ্খলাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হবে।’

আগামী ১২ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার দেশে এক কোটি ১৫ লাখ গবাদি পশু কোরবানি করা হতে পারে। এর বেশির ভাগই দেশের কৃষক বা খামারিরা জোগান দিয়ে থাকে। কিছু গরু প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে আসে। সব মিলিয়ে এবার এক কোটি ২০ লাখের বেশি পশু কোরবানির জন্য মজুদ আছে।

ট্যানার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, গরু, ছাগল, মহিষ ও ভেড়া থেকে বছরে প্রায় ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। এর মধ্যে গরু থেকে পাওয়া যায় ৬৪ দশমিক ৮৩ শতাংশ। ৩১ দশমিক ৮২ শতাংশ ছাগল ও ২ দশমিক ২৫ শতাংশ মহিষ এবং ১ দশমিক ২ শতাংশ ভেড়া থেকে পাওয়া যায়। বছরে মোট প্রাপ্ত চামড়ার শতকরা ৬০ ভাগই আসে কোরবানিতে জবাই করা পশু থেকে।

Your Promo BD

অর্থনীতি আরও সংবাদ

আবারও বাড়ল স্বর্ণের দাম

বিএইচবিএফসি’র ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত; ঋণ বিতরন ও আদায়ে খুলনা প্রথম

বিএইচবিএফসি’র ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা

মহান মে দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভেনামি চিংড়ি চাষের সম্ভাবনা ও করণীয় বিষয়ক কর্মশালা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।