সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
গাঙ্গুলিকে ইমরান খানের সঙ্গে তুলনা শোয়েব আখতারের | চ্যানেল খুলনা

গাঙ্গুলিকে ইমরান খানের সঙ্গে তুলনা শোয়েব আখতারের

চ্যানেল খুলনা ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতো একজনের হাতে বোর্ডের প্রধান দায়িত্ব তুলে দেয়ার প্রশংসা করছেন ক্রিকেট সংশ্লিষ্ট প্রায় সবাই।

এবার তো প্রশংসায় নতুন এক মাত্রা যোগ করলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। সৌরভ গাঙ্গুলিকে তুলনা করলেন স্বদেশি বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও বর্তমানে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে।
শোয়েব আখতার এক ভিডিওবার্তায় গাঙ্গুলির প্রশংসা করতে গিয়ে বলেন, ১৯৯৭-৯৮ সালের আগ পর্যন্ত ভারত বিশ্বাসই করতো না তারা পাকিস্তানকে হারাতে পারে। গাঙ্গুলি সেই বিশ্বাসটা দলের মধ্যে এনে দিয়েছেন প্রথম।

শোয়েব বলেন, ‘যে ব্যক্তি ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছেন, তিনি সৌরভ গাঙ্গুলি। ৯৭-৯৮ এর আগে ভারত কখনও বিশ্বাস করতো না পাকিস্তানকে তারা হারাতে পারে। আমি মনে করি না, সৌরভ গাঙ্গুলি অধিনায়ক হওয়ার আগে পাকিস্তানকে হারানোর মতো কিছু জানা ছিল ভারতের। সৌরভ ভারতীয় ক্রিকেটের মানসিকতাই বদলে দিয়েছেন।’

গাঙ্গুলির নেতৃত্বের ধরনকে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানের সঙ্গে তুলনা করেছেন শোয়েব। পাকিস্তানের এক সময়ের গতিদানব বলেন, ‘তাঁর (গাঙ্গুলি) এবং ইমরান খানের মধ্যে একটা কমন বিষয় ছিল, তারা দুজনই নতুন প্রতিভাদের ওপর আস্থা রাখতেন। দ্বিতীয়ত ভারতের পক্ষে কারা খেলতে পারে, সেটা বোঝার চোখ ছিল গাঙ্গুলির। এই কাজটাই ইমরান খান করতেন, সেই প্রতিভাদেরই খুঁজে বের করেছিলেন যারা পাকিস্তানকে ম্যাচ জেতাতে পারবে।’

এক সময়ে বাইশ গজে শত্রু মনোভাব নিয়ে গাঙ্গুলিকে কত না কঠিন ডেলিভারি উপহার দিয়েছেন। এবার আর শত্রুতা নয়, নতুন ভূমিকায় ভারতের সাবেক অধিনায়কের সাফল্য কামনা করে শোয়েব বলেন, ‘বিসিসিআইয়ের প্রধান হওয়ার পর আমি একজন ক্রিকেটার হিসেবে তার কাছে আশা করব, আন্তর্জাতিক ক্রিকেটকে এগিয়ে নেবেন। কারণ আইসিসিতে ভারতের ভালো প্রভাব আছে। আমার আশা, টেস্ট ক্রিকেটকে পুনর্জীবিত করবেন তিনি। ফাস্ট বোলাররাও যেন দুশ্চিন্তামুক্ত হয়ে খেলতে পারে।’
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে থাকা সৌরভ গাঙ্গুলি আগামী ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ফকিরহাটে ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

রেকর্ড গড়া জয়ে সাউদির বিদায় রাঙাল নিউজিল্যান্ড

বেকহ্যামের ডিজাইন করা বুট পেয়ে উচ্ছ্বসিত মেসি

শিরোপার লড়াইয়ে ৮১ রানে ৬ উইকেট হারাল ভারত

বাংলাদেশের হয়ে খেলতে তিন শর্ত দিয়েছেন সাকিব

দিঘলিয়ায় আরাফাত রহমান কোকো হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।