অনলাইন ডেস্কঃখুলনা মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, গুজব মিথ্যাচার আর ষড়যন্ত্র করে আ’লীগ ও দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, বিএনপি-জামায়াত অত্যন্ত সুকৌশলে বিভিন্ন ভাবে গুজব মিথ্যাচার দিয়ে দেশ জাতি ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে। অতীতে অনেকেই আ’লীগ এবং বাংলাদেশকে নিয়ে নানামুখী গুজব মিথ্যাচার করে ষড়যন্ত্র করেছে। ওই সকল ষড়যন্ত্রকারীরা আজ ইতিহাসের অন্ধকূপে পড়ে আছে। আর আ’লীগ ঠিকই জনগণকে সাথে নিয়ে দেশকে উন্নত বিশ্বের কাতারে দাঁড় করাতে সামনের দিকে এগিয়ে চলেছে। এ অগ্রযাত্রাকে কোনভাবেই ঠেকানো যাবে না।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মহানগর ও জেলা আ’লীগ আয়োজিত বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, দেশকে অশান্ত করতে মিথ্যাচার ও গুজবের প্রতিবাদে এবং গুজব রটনাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে প্রধান বক্তার বক্তৃতা করেন নগর আ’লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। নগর আ’লীগ উপ-দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামীম ও উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুলের পরিচালনায় বক্তৃতা করেন আ’লীগ নেতা এমডিএ বাবুল রানা, প্যানেল মেয়র আলী আকবর টিপু, এড. মোঃ সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, এড. সরদার আনিসুর রহমান পপলু, কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা, রনজিত কুমার ঘোষ, অসিত বরণ বিশ্বাস, নূরীনা রহমান বিউটি, কাউন্সিলর কনিকা সাহা, নয়মী বিশ্বাস সাথী, এস এম আসাদুজ্জামান রাসেল।
উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ ফজলুল হক, অধ্যাপক আলমগীর কবীর, কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর মোশাররফ হোসেন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, আবুল কাশেম মোল্লা, মনিরুজ্জামান সাগর, মীর বরকত আলী, সাবিক্ষর হোসেন শুভ, কাউন্সিলর মফিজুল ইসলাম লিটন, হুমায়ূন কবীর, মোঃ রাজ্জাক হোসেন, মুন্সী আইয়ুব আলী, মঈনুল ইসলাম নাসির, চ ম মুজিবর রহমান, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, শেখ মোশাররফ হোসেন, শেখ ফারুক হোসেন, আব্দুল হাই পলাশ, আতাউর রহমান শিকদার রাজু, ফয়েজুল ইসলাম টিটো, মোঃ শিহাব উদ্দিন, শেখ মোঃ রুহুল আমিন, মোঃ জাকির হোসেন, মীর মোঃ লিটন, মোঃ শামীমুজ্জামান, হাবিবুর রহমান দুলাল, মোঃ আমির হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, মোঃ কামরুল ইসলাম, শফিকুর রহমান পলাশ, মামুন কবির কচি, সাবির খান, মোঃ রাজ্জাক হোসেন, মুন্সি হেকমত আলী, ডাঃ সায়েম, দেব দুলাল বাড়ৈই বাপ্পি, মোঃ শাহীন আলম, রনবীর বাড়ৈই সজল, মাহমুদর রহমান রাজেসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।