টুঙ্গিপাড়া প্রতিনিধি:: করোনা ভাইরাসে বিপর্যস্ত সারাদেশ। দেশের মানুষের সুরক্ষায় সরকার প্রথম দিক থেকে এগিয়ে এসেছে। এ সময় নানা মেডিকেল যন্ত্রাংশ ও পণ্য দিয়ে হাসপাতালগুলোতে রোগীদের সুরক্ষায় সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এই পদক্ষেপে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের প্রথম মেডিকেল ইকুইপমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রমিক্সকো।
গোপালগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর ও হাসপাতালে পিপিই, গগলস, হ্যান্ড স্যানিটাইজার, প্রটেক্টিভ ও সার্জিকাল মাস্ক, হ্যান্ড গ্লোভস, আইসোলেশন গাউন, হেড কভার, সু কভার সহ করোনা ভাইরাস মোকাবেলায় ব্যবহৃত পণ্যসমূহ প্রমিক্সকো গ্রুপের স্বত্তাধিকারী মৌসুমী ইসলাম বিশেষ ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৌঁছে দেন।
ইকুইপমেন্ট সমূহ বুঝে নেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: ইলিয়াছুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খান উপস্থিত ছিলেন।
প্রমিক্সকো’র পণ্যসমূহ গ্রহণের পর জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, করোনা সংকট মোকাবেলায় প্রমিক্সকো গ্রুপ মানবিক সহায়তার যে হাত বাড়িয়ে দিয়েছে তাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জীবনের ঝুঁকি নিয়ে সরকারের বিভিন্ন বিভাগের যেসব কর্মকর্তা, কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসব পন্যসমূহ তাদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সামনের দিনগুলোতেও প্রমিক্সকো গ্রুপ এভাবে সরকারের পাশে থাকবে।
প্রমিক্সকো গ্রুপের সরবরাহকৃত মেডিকেল ইকুইপমেন্ট এর মধ্যে ছিলো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) – ২০০ পিস, গগলস – ১০ পিস, হ্যান্ড স্যানিটাইজার ২৫০ মিলি – ১০০ পিস, সার্জিকাল মাস্ক – ২০০ পিস, মাস্ক বিডি ৯৫ – ২০০ পিস, মাস্ক পিএন – ২০০ পিস, হেড কভার – ৫০০ পিস, সু কভার – ৫০০ জোড়া, হ্যান্ড গ্লোভস – ২০০ পিস এবং আইসোলেশন গাউন – ১০০ পিস।