খুলনায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল।আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি নেতাকর্মীদের আর হয়নারী করা থেকে বিরত থাকতে পুলিশকে আহবান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে তিনি বলেছেন, নির্দলীয় তত্তাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম খেতাব বাতিলের প্রতিবাদে এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের ছয় সিটিতে বিএনপির মেয়র প্রার্থীদের নেতৃত্বে আয়োজিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি খুলনায় বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশকে বাঁধাগ্রস্ত করতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পুলিশ গণগ্রেফতার করছে।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেলাল বলেন, খুলনায় বিএনপির মহাসমাবেশকে বানচালের উদ্দেশ্যে এবং বর্তমান অবৈধ সরকারের অশুভ পায়তারা বাস্তবায়নের লক্ষে পুলিশ প্রশাসন সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ বিনাকারণে খুলনায় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করছে। ইস্পাত কঠিন মনোবলের অধিকারী বিএনপির প্রতিটি নেতাকর্মী যেকোন মূল্যে আসন্ন ২৭ ফেব্রুয়ারি খুলনার মহাসমাবেশে উপস্থিত হয়ে দেশের ১৭ কোটি মানুষের প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষে মহাসমাবেশকে জনসমুদ্রে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ।-খবর বিজ্ঞপ্তি