চ্যানেল খুলনা ডেস্কঃসাংবাদিকদের অধিকার রক্ষা করতে টেলিভিশনের শীর্ষ পর্যায়ে এমন ব্যক্তিদের আনতে হবে, যারা এই পেশায় সম্পৃক্ত এবং গণমাধ্যম বোঝেন। বারবার ঘরের দেয়ালেই সাংবাদিকদের পিঠ ঠেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। শনিবার (৭ ডিসেম্বর) সকালে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ মন্তব্য করেন তারা। গত এক সপ্তাহে ৮ জন সাংবাদিক ও অনুষ্ঠান বিভাগের ১০ জন কর্মীসহ মোট ১৮ জনকে এসএ টিভি থেকে চাকরিচ্যুত করা হয়। যার প্রতিবাদে মাঠে নামেন টেলিভিশনটির সংবাদকর্মী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা।
এ সময় ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘যারা গণমাধ্যম বোঝেন এবং সাংবাদিকতায় সম্পৃক্ত আছেন এমন ব্যক্তিরাই টেলিভিশনের শীর্ষ পদে থাকা উচিত। এ বিষয়ে রাষ্ট্রের কাছে সাংবাদিক সমাজের দাবি- যখন কোনো টেলিভিশন অনুমোদনের বিষয় আসবে, তখন শীর্ষ পদগুলোতে যারা আছেন তারা যথেষ্ট প্রগতিশীল কি না, গণমাধ্যম পরিচালনায় তারা অভিজ্ঞ কি না, এসব বিবেচনা করে যেন অনুমোদন দেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, ‘এসএ টিভি কর্তৃপক্ষ যে কাজটি করেছে তা সঠিক নয়। সাংবাদিক ও কর্মচারীদের অনৈতিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। অবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মচারীদের চাকরিতে বহাল ও বকেয়া বেতনভাতা প্রদান করতে হবে। অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে প্রয়োজনে কঠিন কর্মসূচিতে যাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এ দিকে সংবাদকর্মীদের চাকরিচ্যুত করার জেরে এসএ টিভি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে মাঠে নামে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা। এমন পরিস্থিতিতে চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মচারীদের চাকরি বহাল ও সকল সুযোগ-সুবিধা প্রদানে কর্তৃপক্ষকে ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সবশেষে এ দিন সকালে টেলিভিশন কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন সাংবাদিক নেতারা।
প্রসঙ্গত, এসএ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ২০১৩ সালে যাত্রা শুরু করে এসএ টিভি। এটি সালাহ উদ্দিন আহমদের মালিকানাধীন প্রতিষ্ঠান।