ইয়াস আক্রান্ত বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত চার শতাধিক পরিবারের মাঝে ফুড প্যাক বিতরণ করেছে সরকার অনুমোদিত বেসরকারি সেবা সংস্থা পাবলিক ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ পিসব।
শনিবার বেলা ১১টায় মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলার ভাঙ্গায়, খাউলিয়া ইউনিয়নের খাউলিয়া গ্রামসহ অন্যান্য এলাকায় ইয়াস আক্রান্ত দুই শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণ করে সংস্থাটি।
একই দিন দুপুরে শরণখোলা উপজেলার তাফালবাড়ী,বগি,চালিতাবুনিয়াসহ বিভিন্ন স্পটে দুইশত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ফুডপ্যাক ও ঔষধ বিতরণ করা হয়।
এ সব বিতরণ স্পটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন পিসব এর প্রকল্প পরিচালক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. ইমরান হেসাইন হাবিবী। বিশেষ অতিথি ছিলেন পিসব এর সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সাঈদ, পিসব এর স্থানীয় প্রতিনিধি গাবতলার সন্তান মুহাম্মদ সিরাজুল ইসলাম, বেপারী ফাউন্ডেশন মোড়েলগঞ্জের সদস্য সচিব ও দৈনিক যুগান্তর মোরেলগঞ্জ প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন। এছাড়াও উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহায়তা করেন মাওলানা সাজিদ আমীন, দৈনিক আজকের সংবাদ-এর মোড়েলগঞ্জ প্রতিনিধি বিএম. মাহবুব, মাহমুদ হাসান শাহেদ, মো. জাহিদ, মো. রুম্মান, বিএম. শাওন প্রমূখ।
প্রসংগত, পাবলিক ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ পিসব এ ফুডপ্যাক আইটিমের মধ্যে ছিলো ৫কেজি চাল,১কেজি মশুরী ডাল, ২কেজি আলু,১কেজি পিয়াজ, ১ কেজি আটা, ১ কেজি চিড়া, ১কেজি চিনি,লবন ১কেজি লবন,১ কেজি বিস্কুট, সুজি আদা কেজি, পানি ৫লিটার, গ্যাসলাইট ১পিস, খাবার স্যালাইন ১০ প্যাকেট, প্যারাসিটামল ট্যাবলেট ১ পাতা ও ম্যাট্রোনিডাজল ১ পাতা।
দূর্যোগ কবলিত এসব এলাকার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলো পিসব এর খাদ্য সহায়তা পেয়ে বেজায় খুশি। প্রতিটি স্পটে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের নিয়ে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।