সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
চার্জার ও হেডফোন না থাকায় অ্যাপলকে জরিমানা | চ্যানেল খুলনা

চার্জার ও হেডফোন না থাকায় অ্যাপলকে জরিমানা

চার্জার ও হেডফোন ছাড়াই আইফোন-১২ সিরিজ প্রকাশের অভিযোগে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে ২০ লাখ ডলার জরিমানা করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার সংস্থা প্রোকোন-এসপি।

সংস্থাটি বলছে, ব্রাজিলের ব্যবহারকারীদের আপডেট বিষয়ক অভিযোগও আমলে নেয়নি অ্যাপল। তাই এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাপলকে জরিমানা করা হয়েছে। তবে দ্য ভার্জ জানায়, জরিমানার ফলে অ্যাপলের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। কারণ চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যাপল ১১ কোটি ৪৪ লাখ ডলার আয় করেছে।

গত বছরের অক্টোবরে বাজারে নতুন আইফোন আনার কথা জানায় অ্যাপল। পরিবেশ দূষণ ঠেকানোর জন্য এ ঘোষণা দেয়া হয়।

অ্যাপল জানায়, এর মাধ্যমে তারা বিশ্বের পরিবেশকে সুন্দর রাখবে এবং কার্বন নির্গত হওয়া থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেবে। তবে অ্যাপলের এমন জবাবে ভোক্তা অধিকার সংস্থাটি সন্তুষ্ট হতে পারেনি। সে কারণে তারা বলছে, ব্রাজিলের আইনের প্রতি অ্যাপলের শ্রদ্ধাশীল থাকা উচিত।

আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপলের ভিপি লিসা জ্যাকসন বলেন, চার্জারের বদলে ব্যবহারকারীরা তারবিহীন অ্যাডাপ্টর ব্যবহার করবেন। তবে প্রোকোন-এসপির নির্বাহী পরিচালক ফার্নান্দো ক্যাপেজ বলেন, ‘অ্যাপলের এ কথা বোঝা উচিত যে ব্রাজিলে ভোক্তা অধিকার আইন ও বিচার বিভাগীয় সংস্থা রয়েছে।’ এছাড়া চার্জার ছাড়া নতুন সিরিজটির মূল্যের বিষয়ে সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা প্রশ্ন তুলেছেন।

জরিমানার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য না করলেও মূল্যের বিষয়ে অ্যাপল জানায়, যুক্তরাষ্ট্রে আইফোন-১২ সিরিজের মূল্য ৭২৯ ডলার এবং ব্রাজিলে প্রায় ১২০০ ডলার।

২০২০ সালের অক্টোবরে অ্যাপল নতুন সিরিজ বাজারে আনার বিষয়ে জানায়। সে সময়ই বলা হয়েছিল, নতুন সিরিজটি চার্জার ও হেডফোন ছাড়াই বাজারে আনা হবে।

https://channelkhulna.tv/

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

দেশে টেকনোলজি এক্সপার্ট গড়তে বুয়েটে অ্যাডভান্স কম্পিউটিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে: পলক

অব্যবহৃত ডাটা যোগ হওয়ার প্যাকেজ ১৫ মার্চ থেকে কার্যকর

অব্যবহৃত ডেটা-টকটাইম নতুন প্যাকেজে যোগ হবে ১৫ মার্চ থেকে

ফেসবুক-ইউটিউব-ওটিটিতে আসছে বিধিনিষেধ

বাজারে এলো টেকনো স্পার্ক গো ২০২২

আগামী বছর থেকে কম্পিউটারে খেলা যাবে প্লে স্টোরের গেইম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।