বাগেরহাটের চিতলমারীতে ঈদের আগে ২৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের মালিকানা হস্তান্তর লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়করম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড জান্নাতুল আপরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মানুন হাসান, ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, শেখ বাদশা মিয়ায়সহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানগণ ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।