বাগেরহাটের চিতলমারীতে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ে ৭ দিন ব্যাপী আন্তঃস্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। রবিবার (১০ এপ্রিল) অনুষ্ঠানের সমাপনী দিনে নির্বাচিত রচনা, কবিতা আবৃত্তি, কুইজ, হাড়ি ভাঙ্গা, বিস্কুট দৌড়, চামচ দৌড়, ২০০ মিটার দৌড় ও ক্রিকেট টুর্ণামেন্টসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।