বাগেরহাটের চিতলমারীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি টিন সেডের শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্থ হয়েছে। রবিবার সকালে কয়েক মিনিটের ঝড়ে বিদ্যালয়ের টিনের চালা উড়ে যায়। একইসাথে বিদ্যালয়ের গেটের পাশে থাকা একটি গাছ পড়ে বিদ্যুতের খুঁটির তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্থ শ্রেণি কক্ষে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার বালা জানান, মাত্র কয়েক মিনিটের ঝড়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের চাল উড়ে গেছে ও বিদ্যুতের তারে ওপর গাছ ভেঙে পড়ায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগও বন্ধ রয়েছে। তিনি ঝড়ে ক্ষতিগ্রস্থ কক্ষটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।