বাগেরহাটের চিতলমারীতে কঠোরতম লকডডাউনের দ্বিতীয় দিনে থানা পুলিশের বিশেষ সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম সদর বাজারের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা চালায়। এ সময় সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারী বিধিনিষেধ পালন করার জন্য আহ্বান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস আই অমিত কুমার ম-ল, মধুসূদন বিশ্বাস , মামুন , এ এস আই তারক চন্দ্র দাস, উজ্জল ম-ল, রফিকুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান জানান, সরকার ঘোষিত কঠরতম লকডডাউন বাস্তবায়ন, স্বাস্থবিধি মেনে চলাসহ সরকারী বিধি নিষেধ বাস্তবায়নে চিতলমারী থানা পুলিশ বিশেষ ভাবে কাজ করে যাচ্ছে। জনসাধারণকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা পুলিশের এ ধরণের পদক্ষেপ অব্যাহত রয়েছে।