বাগেরহাটের চিতলমারীর খিলিগাতী গ্রামের শৈলেন্দ্রনাথ মণ্ডল নামের এক বৃদ্ধকে শনিবার রাত ৯ টার দিকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সকালে পুলিশ ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান জানান, ঘটনার ৬ ঘন্টার মধ্যে থানা পুলিশ হত্যাকাণ্ডে সাথে জড়িত সুব্রত হালদার ও অপূর্ব মণ্ডল নামের দুই ব্যক্তিকে হত্যার আলামতসহ আটক করেছে। আটককৃতদের বাড়ি মোড়েলগঞ্জ উপজেলার বটতলা এলাকায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।