সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
চিতলমারীতে যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে বর্বরোচিত নির্যাতন | চ্যানেল খুলনা

বিচার চেয়ে এলাকাবাসির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চিতলমারীতে যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে বর্বরোচিত নির্যাতন

বাগেরহাটের চিতলমারীর সদর ইউনিয়নের রুইয়ারকুল এলাকার সাধন ঢালী নামে এক যুবকের ওপর বর্বরোচিত নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সহ¯্রাধিক এলাকাবাসি। বুধবার (১ জুন) বিকাল ৪ টায় কালশিরার পাগল মার্কেটে ঘন্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ন্যাক্কারজনক এ ঘটনার হোতা টুটুল মোল্লা ও মাহমুদ শেখসহ জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য গৌতম ম-ল, লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের সহ-সভাপতি মাজারুল ইসলাম রানা, স্থানীয় শৌলেন্দ্রনাথ ম-ল প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, রুইয়ারকুল গ্রামের মৃত হরবিলাশ ঢালীর ছেলে ও স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের সভাপতি সাধন ঢালীকে (২৮) পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ৫ টার দিকে বাড়ির সামনের রাস্তা থেকে টুটুল মোল্লা ও মাহামুদ শেখসহ কয়েকজন তাকে টুটুলের বাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় সাধন ঢালীর মুখ ও হাত-পা বেঁধে হাতুড়ী এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। নির্যাতনের এক পর্যায়ে এলাকাবাসি জানতে পেরে গুরুতর অবস্থায় সাধন ঢালীকে টুটুলের বাড়ি থেকে উদ্ধার করে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আহত সাধন ঢালীর ভাই ভজন ঢালী বাদী হয়ে গতকাল রাতে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে টুটুল মোল্লা ও মাহামুদ শেখ পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, সাধন ঢালীর ওপর নির্যাতনের ঘটনায় তাঁর ভাই ভজন ঢালী বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত

ফকিরহাটে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ

ফকিরহাটে ইমরান হত্যা মামলার আরো এক আসামী গ্রেপ্তার

ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সাথে ইসলামী আন্দোলন এর মতবিনিময়

ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

অজ্ঞান পার্টির খপ্পরে ফকিরহাটের এক সাংবাদিকের ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।