প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নৈতিকতা গঠনে ভালো কাজের ব্যাংক চালু, সৃজনশীল মেধার বিকাশ গঠনের লক্ষে আর্ট গ্যালারী ও কিশলয় নামক দেয়াল পত্রিকা প্রকাশ, প্রকৃতি ও বিজ্ঞানের সাথে সম্পর্ক স্থাপনে ভিন্ন উদ্যোগ গ্রহন, শিক্ষার্থীদের প্রেষণাদানে পুরষ্কারের ব্যবস্থাকরণ, বিদ্যালয় চত্বরে নিজ উদ্যোগে ফুলের বাগান তৈরিসহ আনন্দময় পরিবেশে শিক্ষা প্রদানে অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষকের মর্যাদা অর্জন করেছেন চরবড়বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিৎ কুমার হীরা।
প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর বিচারক কমিটির মনোনয়নে তিনি চিতলমারী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। একইসাথে জেলা পর্যায়ের প্রকিযোগিতায়ও তিনি ভালো পারফরমেন্স করে ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এদিকে চরবড়বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিৎ কুমার হীরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অভিভাবকবৃন্দ।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র বিশ্বাস জানান, বিদ্যালয়ের কচিকাচা শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে শিক্ষা অর্জন তথা তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ও নৈতিকতা গঠনে শিক্ষক সুজিৎ কুমার হীরার গৃহিত পদক্ষেপগুলো প্রশংসার দাবী রাখে। সুজিৎ কুমার হীরার ভালো কাজের মূল্যায়ন স্বরূপ তাকে শ্রেষ্ঠত্ব শিক্ষকের মর্যাদা প্রদান করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেণ।