চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু মুছা’র সঞ্চালণে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, উপজেলা জাইকা কোঅর্ডিনেটর জিয়াউর রহামন। বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে, বাল্য বিবাহ আইন (২০১৭) সংশোধিত যৌতুক নিরোদ আইন এর আলোকে সাংবাদিক, ইমাম, শিক্ষক, পুরোহিত, নারী নের্তৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়।