বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছেন চিতলমারী সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সন্তান ও বগুড়া টি এম এস এস মেডিকেল কলেজের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ নারায়ন চন্দ্র বাড়ই। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসানের হাতে এসব চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী, ডাঃ নারায়ন চন্দ্র বাড়ই এর ভাই পল্লী চিকিৎসক হরেন্দ্রনাথ বাড়ই, বোন অবসরপ্রাপ্ত সিনিয়র নার্স সন্ধ্যা বাড়ই, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ম-ল প্রমুখ। সরবারহকৃত চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে মিটারসহ ৩ টি অক্সিজেন সিলি-ার, ১০ টি পালস-অক্সিমিটার ও ১২ হাজার সার্জিক্যাল মাস্ক।