খুলনা মহানগরীর খালিশপুর চিত্রালী সুপার মার্কেটে নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোল পড়ে ৭ বছর বয়সী শিশু আব্দুল্লাহ্’র মৃত্যু হয়েছে। সে খালিশপুর বঙ্গবাসী এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। শনিবার (২৩ এপ্রিল) সকালে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, চিত্রালী সুপার মার্কেটে নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোল খোলা রেখে নির্মাণ কাজ চলছিল।
আব্দুল্লাহ গতকাল শুক্রবার থেকেই বাসায় ছিলো না। তার পরিবার থেকে অনেক খুজেও যখন পায়নি। তখন শনিবার সকালে তাকে খুজতে কৌতুহলবশত ম্যানহোলের কাছে আসলে একটি হাত দেখতে পায়। এবং তখন শিশুটিকে এলাকার লোকজন মৃত অবস্থায় উদ্ধার করে। বিষয়টিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে ।
নাম প্রকাশ না করার শর্তে আব্দুল্লাহর যে মসজিদে নামাজ পড়তো সেখানকার এক মুসল্লি জানায়, আব্দুল্লাহর এক বোনের ডিভোর্স হত গত কয়েকদিন আগে। তার দুলাভাই নাকি তার পরিবারকে দেখে নেওয়ার কথা বলছিলো। তার দুলাভাই শাহাদাত এর বাড়ি এবং মৃত দেহ উদ্ধাররে সেফটি ট্যাংকির ম্যানহোল কাছাকাছি যায়গায়। এছাড়া তিনি আরো বলেন, আব্দুল্লাহ এর গায়ে তেমন কোন দাগ নাই। ম্যানহোলের ছিদ্র যতটুকু সেখান থেকে পড়লে এভাবে মারা যাওয়ার কথা না। ময়না তদন্ত করলে সঠিক তথ্য বেড়িয়ে আসবে বলে তিনি আশা করেন।
পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ আসে এবং রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।