সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
চুকনগর বাজারে জোয়ারের পানি উঠার কারণে ঝুকি নিয়ে হাটু পানি ভেঙ্গে স্কুলে যাচ্ছে শিশুরা | চ্যানেল খুলনা

চুকনগর বাজারে জোয়ারের পানি উঠার কারণে ঝুকি নিয়ে হাটু পানি ভেঙ্গে স্কুলে যাচ্ছে শিশুরা

শেখ মাহতাব হোসেন: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র চুকনগর বাজারের গোলাম রোডের দু’ধারে শতাধিক দোকান, বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠাসহ প্রায় ২ শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছ। এই গোলাম রোডের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মালিয়া হক পাবলিক স্কুল, সানরাইজ প্রি ক্যাডেড স্কুল ও আইডিয়াল প্রি-ক্যাডেড স্কুল। শত শত কোমল মতি ছেলে মেয়েদের হাঁটু পানি ভেঙ্গে স্কুলে যাতয়াত করতে হচ্ছে। রাস্তায় জমে থাকা পানিতে পড়ে জামা কাপড় বই খাতা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে জীবনের ঝুকি নিয়ে কোমলমতি ছেলে মেয়েদের হাটু পানি ভেঙ্গে স্কুলে যেতে হচ্ছে। ফলে প্রতিষ্ঠান গুলোর ক্লাস বন্ধ হয়ে গেছে।

চুকনগর গোলাম রোডের বাসিন্দা আব্দুল হামিদ গাজী জানান, নরনিয়া গ্রাম হতে চুকনগর ভদ্রা নদী পর্যন্ত একটি পুরানো খাল ছিল ওই খাল দিয়ে নরনিয়া, রুস্তমপুর গ্রামের পানি নিষ্কাশন হয়ে ভদ্রা নদীতে পড়তো। দির্ঘদিন খাল খনন না হওয়ায় খালটি ভরাট হয়ে পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে হয়েছে। এই খাল দ্রুত খনন করে দ্রুত পানি নিষ্কাশন করা প্রয়োজন। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও তা আজও কার্যকর হয়নি। প্রবল পানির চাপে কমপক্ষে ২শ টি পরিবারের বসত বাড়ির উঠানে হাঁটু পানি জমে গেছে।

এছাড়াও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাটু পানি জমে রয়েছে। বর্তমানে তিনটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারছে না। এ ব্যাপারে অভিভাবক এস এম মাসুদ রানা বলেন, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে থাকে। স্কুল মাঠে জলাবদ্ধতার কারণে ছেলে মেয়েরা স্কুলে যাতায়াত করতে পারছে না। তাতে গোটা অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। এভাবে পানি জমে থাকলে বিভিন্ন রোগ পীড়ায় ওই এলাকার মানুষ আক্রান্ত হতে পারে। এলাকাবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসনে জন্য উর্ধতন কতৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

এ বিষয়ে স্থানীয় ৫নং আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, আরসিসি প্রকল্পো দিয়েছি খুব দ্রুত রাস্তাটির কাজ শুরু হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুবিতে ১ কোটি ২১ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

খুলনার রাজনৈতিক অঙ্গনের মহানায়ক ছিলেন দাদুভাই: এড.মনা

দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না: তুহিন

৫নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে

ডুমুরিয়ায় উত্তরণের আয়োজনে এক দিনের ওরিয়েন্টশন সভা

ডুমুরিয়ায় চিংড়ি মাছে জেলি পুশ করায় ১০ হাজার টাকা জরিমানা মাছ বিনষ্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।