চ্যানেল খুলনা ডেস্কঃ দেশ ব্যাপী করোনা ভাইরাস আতংক প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। আর এই সচেতনতা বৃদ্ধিতে সরকার, প্রশাসন ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন সংগঠন কাজ করছে। এতো কিছুর পরও চুলকাঠি ও তার পার্শ্ববর্তী এলাকায় অনেক নির্দেশনা মান্য করা হচ্ছে না। হাটের দিনে চুলকাঠিসহ স্থানীয় বাজারগুলিতে সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। ভ্যান চালকরা পেটের দায়ে আগের মতো ভ্যান নিয়ে অহ;রহ রাস্তায় নেমে এসেছে। বাজারের দূরবর্তী এলাকায় জোতিনের দোকান, কাবিলের বটতলায় অধিক সময় দোকান খোলা রাখা হচ্ছে। এর মধ্যে একটি দোকান বাইরে থেকে বন্ধ রেখে দোকানের মধ্যে তাস খেলা হচ্ছে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। ঢাকা , নারায়নগঞ্জ বা বাইরের লোকজনদের এলাকায় আশ্রয় না দেবার কথা বলা হলেও তা’ মানা হচ্ছে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন এলাকায় এ বিষয়ে মাইকিং করলেও তা’ কার্যকরী হচ্ছে না। শুধুমাত্র তাই নয়। বাইরের থেকে আগত ব্যক্তিরা ঘরের বাইরের এসে মেলামেশা করছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় মসজিদগুলিতেও সরকারী নির্দেশনা উপেক্ষিত হচ্ছে। এদিকে চুলকাঠি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ ইসস্পেক্টর অসিত কুমার রায় সামাজিক দুরত্ব বজায় রাখা ও বাইরের আগত ব্যক্তিদের ঘর থেকে বের না হওয়ার জন্য সুনির্দিষ্ট স্থানে গিয়ে গিয়ে সংশ্লিষ্টদের অবহিত ও সতর্ক করে দিচ্ছেন।