চ্যানেল খুলনা ডেস্কঃচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মজনু মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মজনু মিয়া উপজেলার সুলতানপুর গ্রামের হক মোহাম্মদের ছেলে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে দামুড়হুদার সদ্য ঘোষিত দর্শনা থানাধীন সুলতানপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির ছাদে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিচ্ছিলেন মজনু। এ সময় মোটরের পানির লাইন বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 
																