চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৬ নারীসহ ২০ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর পর্যন্ত এক শিশুসহ নতুন করে আরও ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। তবে তাদের সবাই ঢাকা থেকে এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
ডেঙ্গু রোগে আক্রান্তরা জানায়, আক্রান্তদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু জ্বর শনাক্ত করা গেছে।সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর জানান, প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাদের নিবীড় পরিচর্যায় রাখা হয়েছে।