চুয়াডাঙ্গা জেলার সদরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে “বিএসটিআই আইন, ২০১৮” অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালিত হেয়েছে।
উক্ত অভিযানে চুয়াডাঙ্গা সদরের বড়বাজার এলাকার অনামিকা স্টোরে অবৈধ কসমেটিক্স পণ্য বিক্রয় ও বিতরণের মিথ্যা তথ্য প্রদানের কারণে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০/৩০ ধারায় ১০হাজার টাকা জরিমানা করা হয়।
বড়বাজারের হক স্টোর নামে আর এক প্রতিষ্ঠানে প্রাপ্ত নিষিদ্ধ স্কিন ক্রিম জব্দ করা হয়। পরবর্তীতে এসব পণ্য বিক্রয় বিতরণ থেকে বিরত থাকার বেপারে প্রতিষ্ঠান থেকে মুচলেকা নেয় অভিযানে থাকা বিএসটিআই’র কর্মকর্তারা।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন খুলনা বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) নাঈর আউসাফ রহমান। জনস্বার্থে খুলনা বিএসটিআই’র এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।