বাগেরহাট প্রতিনিধিঃ দীর্ঘ এক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত হয়ে বাড়ি ছেড়েছিলেন মঞ্জুয়ারা বেগম (৪৯)। ছেলেধরা সন্দেহে জনতার হাতে আটক হয়ে পরিবার ফিরে পেয়েছেন তিনি।
শনিবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে বাগেরহাটের মোড়েলগঞ্জে রোহিঙ্গা ও ছেলেধরা সন্দেহে স্থানীয়রা আটক করে তাকে। খবর পেয়ে তাৎক্ষণিক পাশের লক্ষিখালী ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই রাজেত আলী ওই মহিলাকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন।
মোড়েলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, জনতার হাতে আটক মঞ্জুয়ারা বেগম নোয়াখালী জেলার সেনবাগ থানার ছাতারপাইয়া মিজি বাড়ি পূর্ব পাড়া গ্রামের আনোয়ার হোসেন খোকনের স্ত্রী। দীর্ঘ এক বছর ধরে তিনি মানসিক রোগে আক্রান্ত হয়ে বাড়ি ছেড়ে যান। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তার স্বামী সৌদি প্রবাসী
ঘটনার দিন রাতেই মঞ্জুয়ারাকে তার নিকট আত্মীয় খুলনা লবনচোরা এলাকার বাসিন্দা মো. দেয়োয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন থানার ওসি কে এম আজিজুল ইসলাম।