আগামী ১৭ মার্চ (বুধবার) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। আর বিশেষ এই দিনে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ একটি গান তৈরি হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন এই সময়ের চার সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ, শান সায়েক, জিনিয়া জাফরিন লুইপা ও সজীব দাস।
‘মুজিব দেখিতে চাহে তোমায় এ মন’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন মেফতাউল করিম। সংগীতায়োজনে শান সায়েক। চার কণ্ঠশিল্পীর উপস্থিতে এটির ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া। ১৭ মার্চ রাত ১২টা ১ মিনিটে ইউটিউব চ্যানেল ‘মিউজিক আর্ট’-এ গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে।
জিনিয়া জাফরিন লুইপা
গানটি প্রসঙ্গে শান বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বাঙালি জাতির জন্য অনেক অর্থবহ। বিশেষ এই সময়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই আমরা গানটি করেছি। প্রত্যেকেই চেষ্টা করেছি নিজেদের জায়গা থেকে সেরা আউটপুট দিতে। আমাদের বিশ্বাস শ্রোতারা গানটি পছন্দ করবেন।’
এই গানে বঙ্গবন্ধুর প্রতি বাঙালির ভালোবাসার কথা প্রকাশ পেয়েছে বলেও জানান শান। গানটি প্রযোজনা করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস।