খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১০০০ শব্দের মধ্যে ‘জাতীয় শোক দিবস’, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১৫০০ শব্দের মধ্যে ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড: শোক হোক শক্তি’ একাদশ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২০০০ শব্দের মধ্যে ‘পনেরো আগস্ট: ভারাক্রান্ত বাঙালি’ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ২৫০০ শব্দের মধ্যে ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড: দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র’ শীর্ষক রচনা নিজ হাতে লিখে আগামী ১০ আগস্টের মধ্যে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরে জমা দিতে হবে। প্রতিযোগীর নাম ও মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা আলাদা পাতায় লিখতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।