বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার উদ্যোগে বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির ১নং হল রুমে দ্রব্যমূল্যের লাগাতার উর্ধ্বগতির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল আজিজের সভাপতিত্বে এবং এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, এড. গাজী আব্দুল বারী, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এড. মো. ইউনুস, এড. শেখ নুরুল হাসান রুবা, এড. এস আর ফারুক, এড. কানিজ ফাতেমা আমিন, এড. মোল্লা মো. মাসুম রশিদ, এড. মাহফুজুর রহমান মফিজ, এড. শফিকুল ইসলাম জোয়ার্দ্দার খোকন, এড. কামরুন্নাহার হেনা, এড. হালিমা আক্তার, এড. আব্দুল হক গাজী, এড. এস্কেন্দার প্রমূখ। সভা থেকে বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয় এবং তাঁর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।