ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় খুবি উপাচার্য বলেন, ‘বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে ডা. আব্দুল মালিক এর অবদান চিরস্মরণীয়। তিনি একজন সফল চিকিৎসকের পাশাপাশি খ্যাতনামা শিক্ষক এবং সমাজসেবক হিসেবে সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। মানসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি স্বাধীনতা পুরস্কারসহ নানাভাবে পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। দেশ ও দশের জন্য তাঁর অবদান মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।’