জামিন নিয়ে হাইকোর্টের চার নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগ। ওই চার দফা নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য ছিল- হাইকোর্ট থেকে কোনো আসামির জামিনের পর তার বিরুদ্ধে জামিনের অপব্যবহারের প্রমাণ ছাড়া ওই জামিন অধস্তন আদালত বাতিল করতে পারবেন না।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ স্থগিতাদেশ দেন। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি না হওয়া পর্যন্ত ওই নির্দেশনার কার্যক্রম স্থগিত করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন গণমাধ্যমকে আপিল বিভাগের স্থগিতাদেশের বিষয়টি জানিয়েছেন।
জামিন নিয়ে চট্টগ্রামের মো. ইব্রাহিমের করা আপিলের ওপর শুনানি শেষে ২০১৯ সালের ২৩ অক্টোবর রায় ঘোষণা করেন হাইকোর্ট। পরে ২০২০ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে কোনো আসামিকে হাইকোর্টের দেওয়া জামিনের ক্ষেত্রে অধস্তন আদালতের জন্য অনুসরণীয় বিষয়ে চার দফা নির্দেশনা দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে।