সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
‘জালিয়াতির’ অভিযোগ এনে শিরোপা হারালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা | চ্যানেল খুলনা

‘জালিয়াতির’ অভিযোগ এনে শিরোপা হারালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা

২০২৪ সালের নভেম্বরের প্রতিযোগিতা নিয়ে জালিয়াতির অভিযোগ এনেছিলেন আর্জেন্টাইন মডেল মাগালি বেনেজাম। যার ফলে তার শিরোপা প্রত্যাহারের ঘোষণা করল মিস ইউনিভার্স অর্গানাইজেশন।

মিস ইউনিভার্স অর্গানাইজেশনের এক বিবৃতিতে বলা হয়েছে- মিস মাগালি বেনেজামের সাম্প্রতিক মন্তব্য পর্যালোচনার পর এবং আমাদের মূলনীতির ভিত্তিতে আমরা মিস বেনেজামের কাছ থেকে অবিলম্বে মিস ইউনিভার্স আর্জেন্টিনার খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। আর এই সিদ্ধান্তটি সংস্থার অখণ্ডতা রক্ষা এবং ব্যক্তিগত ও পেশাদার আচরণের সর্বোচ্চ মান বজায় রাখার মতো নানা দিক বিবেচনা করেই নেওয়া হয়েছে।

দ্য লাতিন টাইমস জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষ ১২-তে থাকা আর্জেন্টাইন মডেল এক সাক্ষাৎকারে কনটেন্ট নির্মাতা কিং লুচোর কাছে— বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

কনটেন্ট নির্মাতা কিং লুচোকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুষ্ঠানটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। গত বছরের মে মাসে মিস ইউনিভার্স আর্জেন্টিনা ২০২৪ খেতাব জিতেছিলেন বেনেজাম।

এ ৩০ বছর বয়সি এই মডেল বাছাই প্রক্রিয়ার বিরোধিতা করেন এবং সহপ্রতিযোগীদের আচরণের সমালোচনা করেন। বেনেজাম আরও অভিযোগ করেছিলেন, কয়েকজন প্রতিযোগীর সুবিধা করার জন্য প্রতিযোগিতার ফলাফলগুলোতে হস্তক্ষেপ করা হয়ে থাকতে পারে।

তিনি বলেন, বিচারকরা পর্যন্ত ফলাফলে দৃশ্যমানভাবে বিরক্ত হয়েছিলেন এবং একে অপরের দিকে তাকিয়ে ছিলেন।

বেনেজামের অভিযোগ, প্রতিযোগিতার শেষ দিনগুলোতে বিজয়ীর জন্য অন্তত ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল, যা দেখে অনেকেই ধরে নিয়েছিল তিনিই জয়ী হতে চলেছেন। আর্জেন্টাইন মডেল আরও দাবি করেছিলেন যে, তিনি জানতেন না যে লোকেরা অনুমান করছে যে, ১০ দিন আগেই কে বিজয়ী হবে তা নির্ধারণ করা হয়ে গিয়েছিল।

ওই মডেল আরও বলেন, গ্রুপ ভিডিও শুটিংয়ের সময় এবং অনুষ্ঠান চলাকালীন মিস ডোমিনিকান রিপাবলিকের সেলিনী সান্তোস তাকে বাধা দেন। সান্তোস প্রতিযোগিতায় শীর্ষ ৩০ অবস্থানে উন্নীত হয় এবং প্রাথমিক প্রতিযোগিতায় তার পারফরম্যান্স প্রশংসিত হয়।

উল্লেখ্য, মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতার বিজয়ী ছিলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেইলভিগ। এই জয়টি মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাসে ডেনমার্কের প্রথম জয় চিহ্নিত করে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

ঈদ মাতাবে কেয়া পায়েলের ডজনখানেক নাটক

সুইসাইড ডিজিজে আক্রান্ত সালমান খান, এই রোগের বৈশিষ্ট্য কী?

বাবা শিখিয়েছেন বিপদে কিভাবে শক্ত থাকতে হয়: সারা

কাজী হায়াতের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, যা বললেন ওমর সানী-ডিপজল

অসভ্যতা করতে এলে মারতে বললেন শ্রাবন্তী

১০ ঘণ্টার ৫ মিলিয়ন ভিউ শাকিব-নুসরাতের ‘চাঁদ মামা’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।